দোকানে গিয়ে অনেক গুলো সাইকেলের মধ্যে সাদা-লাল কালারের কম্বিনেশনের একটি সাইকেল এর ওপর নজর পড়লো। Nekro Apollo 10! দাম? ২১,০০০ টাকা। বাজেট থেকে কিছুটা বেশি ছিলো। পরবর্তিতে স্পেসিফিকেশন সম্পর্কে খোঁজ খবর নিলাম।
Nekro Apollo 10 বাইসাইকেল এর স্পেসিফিকেশন-
- Frame: 6061 Alloy
- Fork: SR XCT-MLO 100mm
- CWC: XCT
- B.B: Neco
- Rim: Weimann
- Tyre: Kenda K1047
- Speed: 3*7
- Cassette: SRAM PG-730
- Shifter: SRAM X4
- F/D: SRAM X3
- R/D: SRAM X3
- Brake: Tektro Novela Mech
- Hub: Joytech
- Pedal: Wellgo M-21
- Price: Tk 21,000.00
রিভিউ
ওজন
এলয় ফ্রেম এর এই সাইকিলটির ওজন অনেক কম। ভেলোস লিজন সিরিজের সাইকেল থেকে কিছুটা হালকা, যে কারণে চালাতে অনেক কমফর্টেবল মনে হয়। কম বাজেটের সাইকেলের মধ্যে এর থেকে ভালো ওজন খুব কমই পাওয়া যায়।
চালানোর কমফর্ট
হ্যান্ডেলবারে দৈর্ঘ্য তুলনামূলক কম। সিটি রাইডের জন্য যা একদম পারফেক্ট। তাছাড়া কম দৈর্ঘ্যের হ্যান্ডেলবারের জন্য সাইকেল কন্ট্রোল করা অনেক সহজ হয়।
সাইকেলটির ফ্রেম জিওমিট্রি অনেক ভালো। রাইডার পজিশন কিছুটা এগ্রেসিভ, যা মাউন্টেন বাইক হিসাবে একদম মানানসই। তবে অতোটা এগ্রেসিভ না যে সব সময় সামনে ঝুঁকে চালাতে হবে।
আমি গতো চার বছর ধরে সাইকেলটি চালাচ্ছি। অনেক লং রাইড দিয়েছি, এবং নিয়মিত ১০/১৫ কিলো চালানো হয়েছে। কিন্তু কখনোই শরীরে ব্যাথা হয়নি। তাই নিঃসন্দেহে বলা যায় কমফর্টের দিক দিয়ে এটি অনেক এগিয়ে থাকবে।
সাইকেলটির ফ্রেম জিওমিট্রি অনেক ভালো। রাইডার পজিশন কিছুটা এগ্রেসিভ, যা মাউন্টেন বাইক হিসাবে একদম মানানসই। তবে অতোটা এগ্রেসিভ না যে সব সময় সামনে ঝুঁকে চালাতে হবে।
সাসপেনশন
বাইকটির সামনে রয়েছে ১০০ মি.মি. সাসপেনশন, যা মিড রেঞ্জের সাইকেল এর জন্য স্বাভাবিক। এটির শক গ্রহণের ক্ষমতা খুব বেশি না হলেও সাধারণ ভাঙ্গা রাস্তায় চালানোর জন্য যথেষ্ট। মাটির রাস্তা কিংবা শহরের ভাঙ্গা রাস্তায় অনেক ভালো সার্ভিস দেয়। ছোট খাটো স্পিড ব্রেকারও সহজে পার হয়ে যাওয়া যায়।
এর পেছনে কোন সাসপেনশন নেই। তবে এটাও মনে রাখতে হবে যে ভালো কোয়ালিটির ডুয়াল সাসপেনশন বাইসাইকেল এর দাম লাখের কাছাকাছি। তাই এটা নিয়ে আফসোসের কিছু নেই।
এর পেছনে কোন সাসপেনশন নেই। তবে এটাও মনে রাখতে হবে যে ভালো কোয়ালিটির ডুয়াল সাসপেনশন বাইসাইকেল এর দাম লাখের কাছাকাছি। তাই এটা নিয়ে আফসোসের কিছু নেই।
ব্রেকিং
সাইকেলটি কেনার আগে এটির ব্রেক সেট নিয়ে অনেক খোঁজ নিয়েছিলাম। কারণ যে কোন সাইকেলের ব্রেকিং পার্ফরমেন্স ভালো না হলে এটি চালানো তে কখনোই কমফর্ট মিলবে না।
Nekro Apollo 10 বাইকটি তে ব্যবহার করা হয়েছে Tektro Novela মেকানিকাল ডিস্ক ব্রেক। মেকানিকাল হলেও এটির কার্যক্ষমতা অসাধারণ। সাধারণত কমদামী ডিস্ক ব্রেকে অনেক শক্তি দিয়ে লিভার টেনে সাইকেল থামাতে হয়, কিন্তু এই ব্রেকে এতো শক্তি প্রয়োজন হয়না। যার ফলে অনেক স্পিডের মধ্যেও এই সাইকেল সহজেই থামানো যায়। টানা ৩ বছর ব্যবহার করার পরেও এটি অনেক ভালো ব্রেকিং দিয়ে যাচ্ছে।
সিট
সাইকেলটির সিট নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট হতে পারিনি। লং-রাইড এর জন্য এটা উপযুক্ত নয়, তবে ছোট খাটো দূরত্বে কোন অসুবিধা হয়না। তাই খুব একটা খারাপও বলা যাবেনা। সবথেকে ভালো হয় যদি একটা ভালো সিট কাভার ব্যবহার করা যায়।প্যাডেল
প্লাস্টিক ও স্টিলের কম্বিনেশনে তৈরী Wellgo M-21 প্যাডেল গুলো অনেক আরামদায়ক এবং টেকসই। স্টিলের স্পাইক থাকার কারণে এর গ্রিপ অনেক ভালো। দীর্ঘদিন ধরে সার্ভিস দেয়ার জন্য এর প্যাডেলের জুড়ি নেই।
গিয়ার শিফটার ও ক্যাসেট
Shimano গিয়ার শিফটার বরাবরই ভালো। এটিও কোন ব্যাতিক্রম নয়। অনেক স্মুথলি গিয়ার শিফট করা যায়। তাছাড়া এর ক্যাসেট ও অনেক ভালো। নিয়মিত লুবিং করে রাখলে অনেক দিন পর্যন্ত আরামসে চালানো যাবে।
শেষ কথা
মোটামোটি বাজেটের মধ্যে Nekro Apollo 10 অন্যতম একটি সাইকেল। দীর্ঘদিন চালানোর জন্য ও রাইড কমফোর্ট এর জন্য এটি একটি অসাধারণ চয়েস। তাই নতুন সাইকেল কিনতে গেলে নিঃসন্দেহে আপনি এটিকে বিবেচনায় রাখতে পারেন!
নতুন সাইকেল কেনার সময় কিছু বিষয় মাথায় রেখে সাইকেল কিনতে হয়। এগুলো খেয়াল রাখবেন।
0 Comments
কমেন্ট বক্সে আপনার মতামত কিংবা প্রশ্ন করুন
(স্পাম কিংবা অশোভন কোন কমেন্ট করা নিষেধ, এবং সাথে সাথে ব্লক করা হবে)