সাইকেলে চড়ে এক জেলা থেকে অন্য জেলায় ট্রিপ দিতেই যেখানে অনেক বাঙ্গালী সাইক্লিস্ট সাহস করেন না, সেখানে মাত্র ২৬৩ দিনের মধ্যে দু'চাকায় পুরো বিশ্ব ঘুড়ে আসা যেন রুপকথার মতোই। এমনটিই করেছেন ক্যাট ডিক্সন ও রাজ মারসডেন নামক পঞ্চাশোর্ধ দুই ব্রিটিশ নারী!
টান্ডেম সাইকেলে চড়ে বিশ্বব্যাপী এই ট্যুরটি করতে তাঁদের সময় লেগেছে ২৬৩ দিন, যা শুধুমাত্র নারী ক্যাটাগরিতে নয়, বরং টান্ডেম সাইকেলে রাউন্ড দা গ্লোব পুরুষদের রেকর্ডও (২৮১ দিন) ভাঙ্গতে সক্ষম হয়েছেন।
ওয়ার্ড রেকর্ড গড়াটাই তাঁদের একমাত্র লক্ষ্য ছিলো না। তাঁরা একই সাথে সমাজসেবামূলক কাজের জন্য ২২,০০০ ডলার ডোনেশন কালেক্ট করার টার্গেট নিয়ে নামেন। তবে তাঁরা এ ব্যাপারে আশার চাইতে অনেক বেশি সাড়া পান, এবং প্রায় ৪৬,০০০ ডলার কালেক্ট করতে সক্ষম হোন।
এক নজরে তাঁদের ট্যুর-
- সময়কালঃ ২৯ জুন, ২০১৯ - ১৮ মার্চ, ২০২০
- স্থায়িত্বঃ ২৬৩ দিন ৮ ঘন্টা ও ৭ মিনিট
- শুরুঃ লন্ডন, যুক্তরাজ্য
- শেষঃ লন্ডন, যুক্তরাজ্য
- দেশঃ ৪৫ টি (UK, France, Monaco, Italy, Slovenia, Croatia, Bosnia and Herzegovina, Montenegro, Albania, North Macedonia, Greece, Turkey, Georgia, India, Bangladesh, Myanmar, Thailand, Malaysia, Singapore, Australia, New Zealand, USA, Mexico, Morocco, Spain, Gibraltar, UK)
- দূরত্ব অতিক্রান্তঃ ২৯,৩৯১ কিঃমি
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পাওয়ার পর |
0 Comments
কমেন্ট বক্সে আপনার মতামত কিংবা প্রশ্ন করুন
(স্পাম কিংবা অশোভন কোন কমেন্ট করা নিষেধ, এবং সাথে সাথে ব্লক করা হবে)