ভেলোস সাইকেলে চলছে ২০% ছাড়! (সীমিত সময়ের জন্য)


সাইকেল লাইফ এক্সক্লুসিভ এবার নিয়ে এলো ভেলোসের নির্দিষ্ট কিছু মডেলের ওপর ২০% ছাড়! সাইকেল লাইফ এক্সক্লুসিভ তাঁদের ফেসবুক পেজে এই অফারটির কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভেলোস এর লিজোন ২০১৯ , আউটরেজ ২০১৯ ও ইনফার্নো মডেলের বাইক গুলোই কেবল এই অফারের আওতাধীন। গতো ১২ তারিখ শুরু হওয়া এই অফারটি চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সাইকেল লাইফ এক্সক্লুসিভ এর ফেসবুক পেজে https://facebook.com/CycleLife.Exclusive/ অথবা আপনার বাসার কাছের আউটলেটে যোগাযোগ করুন।

উল্লেখ্য, ভেলোসের লিজোন ও আউটরেজ মডেলের বাইকগুলো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বাইকগুলোর মধ্যে অন্যতম। সাশ্রয়ী মূল্য এবং ভালো সার্ভিসের জন্য এই সাইকেল গুলো রাতারাতি সবার কাছে প্রিয় একটি ব্রান্ড হয়ে ওঠে। তাই প্রতি বছর নানা উপলক্ষে সাইকেল লাইফ এক্সক্লুসিভ বিভিন্ন অফার দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বর্তমানে এই অফারটি চলছে। তাই দেরি না করে লুফে নিন এই সুবর্ণ সুযোগ।


Post a Comment

0 Comments