শুরু হচ্ছে Tour de France 2020 : কোথায় ও কিভাবে দেখবেন (সরাসরি সম্প্রচার লিঙ্ক)

Tour de France

Tour de France, পৃথিবীর সবথেকে কঠিন এবং একই সাথে সম্মানজনক বাইসাইকেল রেস। ১৯০৩ সাল থেকে শুরু হওয়া এই রেসটি সাইক্লিস্টদের কাছে আজও বহুল প্রতীক্ষার মিলনমেলা। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ আগস্ট, শনিবার পর্দা নামছে Tour de France 2020 এর। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

১০৭তম এই আসরটি শুরু হবে দু'টি কঠিন পাহাড়ি খাঁড়া ট্র্যাক দিয়ে। মোট ৮টি পাহাড়ি ট্র্যাক, ৯টি ফ্লাট রুট, ৩টি টিলা সহ ২১টি ধাপে সর্বমোট ৩৪৭০ কি.মি লম্বা রেসটি শেষ হবে "সিটি অব লাভ" খ্যাত ফ্রান্সের রাজধানী প্যারিসে।

Tour de France 2020 - রুট ও সময়সূচী 

Date - Start - Finish - Distance - Terrain

    1. Sat August 29 - Nice Moyen Pays - Nice - 156km - Flat
    2. Sun August 30 - Nice Haut Pays - Nice - 187km - Mountain
    3. Mon August 31 - Nice - Sisteron - 198km - Flat
    4. Tues Sept 1 - Sisteron - Orcières-Merlette - 157km - Hilly
    5. Weds Sept 2 - Gap - Privas - 183km - Flat
    6. Thurs Sept 3 - Le Teil - Mount Aigoual - 191km - Hilly
    7. Fri Sept 4 - Millau - Lavaur - 168km - Hilly
    8. Sat Sept 5 - Cazères-sur-Garonne - Loudenvielle - 140km - Mountain
    9. Sun Sept 6 - Pau - Laruns - 154km - Mountain

      Rest day, Mon Sept 7, Charente-Maritimes

    10. Tues Sept 8 - The Château d’Oleron - Saint-Martin-de-Ré - 170km - Flat
    11. Weds Sept 9 - Châtelaillon-Plage - Poitiers - 167km - Flat
    12. Thurs Sept 10 - Chauvigny - Sarran Corrèze - 218km - Hilly
    13. Fri Sept 11 - Châtel-Guyon - Puy Mary Cantal - 191km - Mountain
    14. Sat Sept 12 - Clermont-Ferrand - Lyon - 197km - Flat
    15. Sun Sept 13 - Lyon - Grand Colombier - 175km - Mountain

      Rest day, Mon Sept 14, Isère

    16. Tues Sept 15 - La Tour-du-Pin - Villard-de-Lans - 164km - Mountain
    17. Weds Sept 16 - Grenoble - Col de la Loze - 168km - Mountain
    18. Thurs Sept 17 - Méribel - La-Roche-sur-Foron - 168km - Mountain
    19. Fri Sept 18 - Bourg-en-Bresse - Champagnole - 160km - Flat
    20. Sat Sept 19 - Lure - Planche de Belles Filles - 36km - Time trial
    21. Sun Sept 20 - Mantes-la-Jolie - Paris (Champs-Élysées) - 122km - Flat



সরাসরি সম্প্রচার হবে

ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়ায় রেসটি সরাসরি সম্প্রচার করবে EuroSports তাঁদের প্লেয়ার (EuroSports Plyer) এর মাধ্যমে। তবে সেটি সম্পূর্ণ ফ্রি নয়, মাসিক প্রায় ৯ ডলার রেটে সাবসক্রিপশন করার মাধ্যমেই এই সার্ভিসটি পাওয়া যাবে।

GCN Race Pass এর মাধ্যমেও এই রেসটি দেখা যাবে GCN এপ এর সাহায্যে। তবে সেটা শুধু ইউ.কে ও অস্ট্রেলিয়া থেকেই দেখা যাবে। বাৎসরিক সাবসক্রিপশন রেট ৪০ পাউন্ড।

এছাড়াও রেসটি অস্ট্রেলিয়াতে SBS, ইতালিতে Rai Sport, বেলজিয়ামে RTBF ও  Sporza এবং ফ্রান্সে France Sports থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

আপনি যদি এসব সম্প্রচার এলাকার বাইরে হয়ে থাকেন, তাহলে আপনি সাধারণত ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারবেন না, কিংবা ঢুকতে পারলেও লাইভ রেস দেখতে পারবেন না। এক্ষেত্রে আপনি VPN ব্যবহার করে সহজেই রেসটি দেখতে পারেন।

তাছাড়া অনেক সময় বিভিন্ন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিভিন্ন লাইভ ইভেন্ট কাভার করা হয়ে থাকে। তবে সেগুলো বেআইনি হওয়ায় নিরবিচ্ছিন্নভাবে লাইভ প্রোগ্রাম দেখা যায়না। তবে যেহেতু ফ্রি দেখা যাবে তাই এইটুকো কষ্ট সহ্য করতেই পারেন।


Post a Comment

0 Comments